Ajker Patrika

বায়তুল মোকাররমে জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ১১
বায়তুল মোকাররমে জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনী পাইলট স্কুল মাঠে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাসভবন প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে। 

জানাজা শেষে তাঁর কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। এ সময় জাসদের পক্ষ থেকে ফেনীর সাংসদ শিরীন আখতার শ্রদ্ধা জানান।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শারীরিকভাবে চলে গেলেও তিনি তাঁর কীর্তির মাঝে অমর হয়ে থাকবেন। স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকার মাঝে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মতো যত মুক্তিযোদ্ধা ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা টিকে থাকবেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তাঁর তিরোধানে ফেনীর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হয়েছে। 

জয়নাল হাজারী দেশজুড়ে আলোচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়াও একাধিকবার সাংসদ ছিলেন। 

উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জয়নাল হাজারী হৃদ্‌যন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। ১৫ ডিসেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত