নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. মানিক মিয়া ব্যাপারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামি গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে সাদিয়া আফরিন রিতাকে বিয়ে করেন মানিক মিয়া। এরপর তাদের মধ্যে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ছাড়া রিতাকে শারীরিক নির্যাতন করা হতো। ২০১৩ সালের ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর-২ এর একটি বাসা থেকে সাদিয়া আফরিন রিতার গলিত গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করার পর লাশ রিতার পরিবারকে হস্তান্তর করে।
এ ঘটনায় রিতার বাবা মতিয়ার রহমান মিরপুর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন ২০১৩ সালের ১২ জানুয়ারি তাঁর মেয়ে রিতাকে গলা কেটে খুন করে বাসার দরজা বন্ধ করে চলে যান তার স্বামী মানিক মিয়া।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোহাম্মদ সেলিম ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ এপ্রিল একই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. মানিক মিয়া ব্যাপারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামি গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে সাদিয়া আফরিন রিতাকে বিয়ে করেন মানিক মিয়া। এরপর তাদের মধ্যে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ছাড়া রিতাকে শারীরিক নির্যাতন করা হতো। ২০১৩ সালের ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর-২ এর একটি বাসা থেকে সাদিয়া আফরিন রিতার গলিত গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করার পর লাশ রিতার পরিবারকে হস্তান্তর করে।
এ ঘটনায় রিতার বাবা মতিয়ার রহমান মিরপুর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন ২০১৩ সালের ১২ জানুয়ারি তাঁর মেয়ে রিতাকে গলা কেটে খুন করে বাসার দরজা বন্ধ করে চলে যান তার স্বামী মানিক মিয়া।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোহাম্মদ সেলিম ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ এপ্রিল একই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৪ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২০ মিনিট আগে