Ajker Patrika

উত্তরার বাসা থেকে শ্রীলঙ্কার নাগরিকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
উত্তরার বাসা থেকে শ্রীলঙ্কার নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪) নামের এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩ /এ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর জানান, উত্তরার ওই বাসায় গত সালের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন ওই শ্রীলঙ্কান নাগরিক। কিছুদিন আগে তাঁর স্ত্রী কানাডায় বেড়াতে যান। গত ১৫ মার্চ তাঁর বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ বেড়াতে আসেন। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁর বন্ধু রুমের দরজায় কড়া নাড়েন। কোনো সাড়াশব্দ না পেয়ে নিজের রুমে চলে যান। এরপর বেলা ১২টার দিকে আবার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের ভেতরে গিয়ে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বাসার গার্ডকে খবর দেন তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। 

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থজনিত কারণে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত