Ajker Patrika

মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ 

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ 

মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ শনিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক বরিশালের দিকে এবং সাকুরা নামে একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকায় আসলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ ছাড়াও কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় সাকুরা পরিবহনের সামনের অংশ দুমরে মুচড়ে গেছে। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত