Ajker Patrika

সোনারগাঁয়ে আ.লীগ নেতা-কর্মীদের বাড়িতে বিএনপির লোকজনের হামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে আ.লীগ নেতা-কর্মীদের বাড়িতে বিএনপির লোকজনের হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসি, রেফ্রিজারেটর, টাকা ও সোনা লুট করে নেওয়া হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে রেশমা বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সহসভাপতি নাসির উদ্দিনের বাড়িতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব ও তাঁর ছেলে ইউনিয়ন যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধানের নেতৃত্বে ফারুক, বাবু গাজী, শহীদ মিয়াসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কয়েক দিন ধরে তাঁদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা না পেয়ে হামলা করে বাড়ির দেখভালকারী আব্দুর রহমানকে মারধর, আসবার ভাঙচুর এবং ছয়টি এসি, দুটি রেফ্রিজারেটর, ৫ লাখ টাকা ও প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেন। পরে তাঁরা পাশের সোহেল মিয়া, মুকুল মিয়া ও শামিম আহম্মেদ স্বপনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

রেশমা বলেন, হামলাকারী ফারুক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এখন জামিনে মুক্ত হয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিমের আশ্রয়ে ত্রাস সৃষ্টি করছেন। অভিযুক্ত শাহাদাতের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। তাঁরা স্থানীয়ভাবে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। চাঁদা না দেওয়ায় ওই বাহিনী বাড়িতে হামলা করেছে।

জানতে চাইলে শাহাদাত বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে শোডাউন করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা তাদের ধাওয়া করে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত