নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানা নির্মাণের সময় ভবন আইন মানা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, `কার্যক্রম শুরুর আগে হাশেম ফুডস ভবন সম্পর্কিত যে তথ্য দিয়েছিল, তার কোনোটিই মানা হয়নি। এ ধরনের একটি ভবনে কোনো কারখানা স্থাপন করতে কমপক্ষে চারটি সিঁড়ির প্রয়োজন। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি।'
ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ এখনো চলমান জানিয়ে পরিচালক হলেন, 'আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি কার্যক্রম এখনো চলছে। আজ বিকেল নাগাদ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তারপর আগামীকাল থেকে আমরা তদন্ত কমিটির কাজ শুরু করে দেব।'
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রতিটি ফ্লোরে কেমিক্যাল থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়।
জিল্লুর রহমান আরও বলেন, যে ৪৯টি মরদেহ পাওয়া গেছে, তা একটি ফ্লোর থেকেই পাওয়া গেছে। তালাবদ্ধ থাকার বিষয়টি মৃত্যুর কারণ কি না, তা তদন্ত করে জানা যাবে বলেও জানিয়েছেন এই পরিচালক।
আরও পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানা নির্মাণের সময় ভবন আইন মানা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, `কার্যক্রম শুরুর আগে হাশেম ফুডস ভবন সম্পর্কিত যে তথ্য দিয়েছিল, তার কোনোটিই মানা হয়নি। এ ধরনের একটি ভবনে কোনো কারখানা স্থাপন করতে কমপক্ষে চারটি সিঁড়ির প্রয়োজন। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি।'
ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ এখনো চলমান জানিয়ে পরিচালক হলেন, 'আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি কার্যক্রম এখনো চলছে। আজ বিকেল নাগাদ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তারপর আগামীকাল থেকে আমরা তদন্ত কমিটির কাজ শুরু করে দেব।'
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রতিটি ফ্লোরে কেমিক্যাল থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়।
জিল্লুর রহমান আরও বলেন, যে ৪৯টি মরদেহ পাওয়া গেছে, তা একটি ফ্লোর থেকেই পাওয়া গেছে। তালাবদ্ধ থাকার বিষয়টি মৃত্যুর কারণ কি না, তা তদন্ত করে জানা যাবে বলেও জানিয়েছেন এই পরিচালক।
আরও পড়ুন
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১ সেকেন্ড আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
১১ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩৫ মিনিট আগে