Ajker Patrika

ভবন নির্মাণ আইন মানেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ

‌নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৭: ১০
ভবন নির্মাণ আইন মানেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানা নির্মাণের সময় ভবন আইন মানা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন। 

জিল্লুর রহমান বলেন, `কার্যক্রম শুরুর আগে হাশেম ফুডস ভবন সম্পর্কিত যে তথ্য দিয়েছিল, তার কোনোটিই মানা হয়নি। এ ধরনের একটি ভবনে কোনো কারখানা স্থাপন করতে কমপক্ষে চারটি সিঁড়ির প্রয়োজন। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি।' 

ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ এখনো চলমান জানিয়ে পরিচালক হলেন, 'আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি কার্যক্রম এখনো চলছে। আজ বিকেল নাগাদ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তারপর আগামীকাল থেকে আমরা তদন্ত কমিটির কাজ শুরু করে দেব।'

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রতিটি ফ্লোরে কেমিক্যাল থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়। 

জিল্লুর রহমান আরও বলেন, যে ৪৯টি মরদেহ পাওয়া গেছে, তা একটি ফ্লোর থেকেই পাওয়া গেছে। তালাবদ্ধ থাকার বিষয়টি মৃত্যুর কারণ কি না, তা তদন্ত করে জানা যাবে বলেও জানিয়েছেন এই পরিচালক।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত