নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যানবাহনে থাকা যাত্রীরা।
শাহবাগ মোড়ে অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, তাঁরা এখনো শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। তাঁদের ভাষায়, প্রশাসন ‘লুকোচুরি’ করছে।
এক ছাত্রনেতা বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।
এ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা বলেছে, কিন্তু তারা এখনো নিশ্চিত করতে পারেনি আসলে এরা কারা। আমরা মনে করছি, প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের বিষয়ে তারা পরিষ্কার নয়।’
ছাত্রদলের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ‘১০ থেকে ১২ জনকে’ আসামি করে মামলা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম সাম্য। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যানবাহনে থাকা যাত্রীরা।
শাহবাগ মোড়ে অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, তাঁরা এখনো শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। তাঁদের ভাষায়, প্রশাসন ‘লুকোচুরি’ করছে।
এক ছাত্রনেতা বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।
এ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা বলেছে, কিন্তু তারা এখনো নিশ্চিত করতে পারেনি আসলে এরা কারা। আমরা মনে করছি, প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের বিষয়ে তারা পরিষ্কার নয়।’
ছাত্রদলের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ‘১০ থেকে ১২ জনকে’ আসামি করে মামলা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম সাম্য। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।
ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...
২ ঘণ্টা আগেগাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি পেজে দাবি করা হয়, কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন।
২ ঘণ্টা আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে