Ajker Patrika

নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে: গাজীপুরে ইসি আলমগীর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৬
নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে: গাজীপুরে ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন মনে করবেন, তাঁরা সে অনুযায়ী মুভমেন্ট করবেন।’

আজ রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি।’ এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নিরাপদে আসতে পারবেন। ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জিএমপি পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার ইয়াসির আরেফিন, বিজিবি কমান্ডার রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত