নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী ৬০ দিনের জন্য দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দেশত্যাগের এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়েছে, তাকসিমের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালাচ্ছে।
সূত্র থেকে জানা যায়, তাকসিম বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে চলে গেলে তাঁর দুর্নীতি ও সম্পদের বিষয়ে অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পান।
সবশেষ করে গত বছরের জুলাই মাসে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি সপ্তমবারের মতো মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর নিজ কার্যালয়ে আসেননি। গা-ঢাকা দিয়ে সবার সঙ্গে যোগাযোগ করছেন না। তিনি কোথায় আছেন তা জানেন না ঢাকা ওয়াসার অন্য কর্মকর্তারা।
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী ৬০ দিনের জন্য দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দেশত্যাগের এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়েছে, তাকসিমের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালাচ্ছে।
সূত্র থেকে জানা যায়, তাকসিম বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে চলে গেলে তাঁর দুর্নীতি ও সম্পদের বিষয়ে অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পান।
সবশেষ করে গত বছরের জুলাই মাসে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি সপ্তমবারের মতো মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর নিজ কার্যালয়ে আসেননি। গা-ঢাকা দিয়ে সবার সঙ্গে যোগাযোগ করছেন না। তিনি কোথায় আছেন তা জানেন না ঢাকা ওয়াসার অন্য কর্মকর্তারা।
মানবিক করিডরের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশিদের দেওয়া, কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ...
৩ মিনিট আগেনারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’। এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে ৫০টির বেশি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের বিপরীতের সুপ্রশস্ত সড়কে
৫ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৮ মিনিট আগেআটঘরিয়ায় দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্যপদের মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় সংগঠনের দলীয় কার্যালয় ও ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগে