Ajker Patrika

হরিরামপুরে কলেজ ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ব্যস্ত কর্মীরা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১: ৫৪
হরিরামপুরে কলেজ ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ব্যস্ত কর্মীরা

দীর্ঘদিন পর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। স্বাভাবিক হতে চলেছে শিক্ষা কার্যক্রম। ছাত্ররাজনীতি আবারও চাঙা হবে আশা নেতা-কর্মীদের। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। জীবনবৃত্তান্ত চাওয়ার পর থেকে উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে।

জানা যায়, ২০১৪ সালের নভেম্বরে সোহেল হোসেনকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন তৎকালীন হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিবুল হাসান। তবে সাত বছর পার হলেও কলেজে কমিটি না থাকায় কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও রাসেল হোসেনের নেতৃত্বে কলেজে দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। তবে রাসেল হোসেন বিয়ে করে সংসার করছেন। তিনি কলেজ রাজনীতিতে আগের মতো সক্রিয় নন।

সম্প্রতি সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিলে কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব অনেকটা বেড়ে যায়।

সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজে সভাপতির পদপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (বিএসএস, দ্বিতীয় বর্ষ) এবং উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাব্বির হোসেন। 
 
এদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য নাহিদুর রহমান নয়ন (বিএসএস, দ্বিতীয় বর্ষ) ও উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক পার্থ সরকার (বিএসএস, প্রথম বর্ষ) এবং তীর্থ চৌধুরী আলোচনায় রয়েছেন। 

সভাপতি পদপ্রত্যাশী দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজে দলীয় প্রোগ্রাম করে আসছি। দীর্ঘদিন পর কমিটি হবে। নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে উৎফুল্লতা বিরাজ করছে।’ 

সাব্বির হোসেন বলেন, কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব বিরাজ করছে। নতুন নেতৃত্বের অপেক্ষায় নেতা-কর্মীরা। 

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নাহিদুর রহমান বলেন, নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ জানান, গত মঙ্গলবার হরিরামপুর উপজেলার অন্যতম দুটি ইউনিট সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত সাত দিনের মধ্যে দেওয়ার জন্য জেলা ছাত্রলীগ নির্দেশ দিয়েছে। 

ছাত্রলীগের কমিটিতে কোনো অনুপ্রবেশকারী আসবে না জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন বলেন, হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজসহ জেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। কোনো কমিটিতে সংগঠনে বিশৃঙ্খলাকারী কাউকে রাখা হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত