Ajker Patrika

ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ সাবেক কাউন্সিলরের বোন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪: ৩৪
ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ সাবেক কাউন্সিলরের বোন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যশোরে ডাক্তার দেখাতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সুফিয়া বেগম (৩০) নামের এক নারী। তিনি টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোহিনুর বেগমের বোন। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সুফিয়া নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। সুফিয়ার তিন মেয়ে রয়েছে। 

সুফিয়া বেগমের বৃদ্ধা মা উজলা বেগম বলেন, `আমার জামাই আরেকটি বিয়ে করার পর সুফিয়া বাবার বাড়ি উপজেলার পাটগাতী ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বসবাস শুরু করে। পরে শারীরিক অসুস্থতার জন্য গত বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যশোরে রওনা হয়। তারপর থেকে আমার মেয়ে সুফিয়া নিখোঁজ রয়েছে।'

সুফিয়ার বড় বোন সাবেক কাউন্সিলর কোহিনুর বেগম বলেন, `এক সপ্তাহের বেশি সময় ধরে ছোট বোন নিখোঁজ রয়েছে। আমার মা সুফিয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৯৩৪-০৯৩২৩১ / ০১৭৭৬-৯৫২৬৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।' 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ বলেন, যেহেতু যশোর থেকে সুফিয়া বেগম নিখোঁজ হয়েছেন। তাই তাঁর স্বজনদের যশোর থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত