সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বিষয়টি ধরা পড়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলেন তিনি বলেন, দুর্ঘটনায় দায় চালক, মালিক, কেউ এড়াতে পারে না। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আরও অনেক আসামি রয়েছে। যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাপারী পরিবহনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় বেপারী পরিবহনের মালিক মো. ডাবলু ব্যাপারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।
ডাবলু ব্যাপারী মাদারীপুরের শিবচরের বাসিন্দা। এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বাসটির চালক মো. নুরুদ্দিনকে (২৯)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাসটির ফিটনেস ছিল না। দুর্ঘটনা ঘটার আগের দিন বাসটি ঠিকঠাক (মেরামত) করে রাস্তায় নামানো হয়েছিল। এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা তা নবায়ন করেনি। এ ছাড়া বাসচালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।
বাসটি ৬০ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে শুরু থেকেই বেপরোয়াভাবে বাসটি চালানো হচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। পরে বাসটির চালক ও সহকারী কৌশলে পালিয়ে যান। শুক্রবার চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদক সেবন করতেন। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।
বাসচাপায় নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের প্রয়াত সুমন খানের মেয়ে আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।
এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন প্রাইভেট কারের মালিক সোহান (২৮), তাঁর বোন ফাহমিদা আক্তার (১৭), স্ত্রী আনামিকা আক্তার (২০) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় নিহত আমেনা আক্তারে বড় ভাই মো. নরুল আমিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় বাসমালিক, চালক, চালকের সহকারীকে আসামি করা হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বিষয়টি ধরা পড়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলেন তিনি বলেন, দুর্ঘটনায় দায় চালক, মালিক, কেউ এড়াতে পারে না। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আরও অনেক আসামি রয়েছে। যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাপারী পরিবহনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় বেপারী পরিবহনের মালিক মো. ডাবলু ব্যাপারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।
ডাবলু ব্যাপারী মাদারীপুরের শিবচরের বাসিন্দা। এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বাসটির চালক মো. নুরুদ্দিনকে (২৯)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাসটির ফিটনেস ছিল না। দুর্ঘটনা ঘটার আগের দিন বাসটি ঠিকঠাক (মেরামত) করে রাস্তায় নামানো হয়েছিল। এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা তা নবায়ন করেনি। এ ছাড়া বাসচালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।
বাসটি ৬০ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে শুরু থেকেই বেপরোয়াভাবে বাসটি চালানো হচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। পরে বাসটির চালক ও সহকারী কৌশলে পালিয়ে যান। শুক্রবার চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদক সেবন করতেন। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।
বাসচাপায় নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের প্রয়াত সুমন খানের মেয়ে আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।
এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন প্রাইভেট কারের মালিক সোহান (২৮), তাঁর বোন ফাহমিদা আক্তার (১৭), স্ত্রী আনামিকা আক্তার (২০) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় নিহত আমেনা আক্তারে বড় ভাই মো. নরুল আমিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় বাসমালিক, চালক, চালকের সহকারীকে আসামি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে