Ajker Patrika

বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৭: ৩৮
বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় প্রকৌশলী নিহত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)। 

আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা সংলগ্ন তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয় রাইদা বাস। ছবি: আজকের পত্রিকাবিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, ‘সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।’ 

সুমন চন্দ্র বলেন, গুরুতর আহত অবস্থায় মাইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মাইদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

বাসচাপায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে রাইদা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলে থাকা আরোহী প্রকৌশলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।’ 

মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। থার্ড টার্মিনালের সঙ্গে কিছুই হয়নি। একজন নিউজ করে ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। রোডের পাশের ওয়াল কোনো কিছুই ভাঙেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত