মাদারীপুর প্রতিনিধি
প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।
প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।
মুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৩ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে