Ajker Patrika

রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ী প্রতিনিধি
গ্রেপ্তারকৃত অভিযুক্ত চার আসামি। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তারকৃত অভিযুক্ত চার আসামি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রুপল শেখ (২৭)। তিনি একই গ্রামের জিন্নাত শেখের ছেলে।

এ ঘটনায় রাতে মামলা দায়েরের পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। তাঁরা সবাই রাজাপুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুই দিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় সালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দী করে পিটিয়ে আহত করেন। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গ্রাম পুলিশের সাহায্যে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, ‘এ ঘটনায় নিহত রুপল শেখের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নামে শুক্রবার রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত