মানিকগঞ্জ প্রতিনিধি
‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে আমরা দেখেছি, তারা সার-বিদ্যুৎ লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের লোকজন বিদ্যুৎ পায়নি। আবার বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। আপনারা কেউ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই সবকিছু ঠিক রাখতে পুনরায় আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবেন।’—বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আয়োজনে পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে, তা তারা জানায় না। বিএনপি ক্ষমতায় গিয়ে কী মানুষ মারবে, মানুষদের না খাওয়ায়ে রাখবে, নাকি গ্রেনেড হামলা করে মানুষ মারবে, নাকি তারা মানুষজনদের ঘরবাড়ি বানিয়ে দেবে অথবা আরও ভাতার ব্যবস্থা করবে—এমন কিছু তো বলে না।’
বিএনপির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আসছে। তাই তারা রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, আগুন দেয়, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে। এতে মানুষসহ পুলিশ আহত হন। তারা বলে আমরা ক্ষমতায় যাব। বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে ধাক্কা মেরে তারা ক্ষমতায় যেতে চায়। কারণ, তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দল শুধু ক্ষমতায় যেতে চায়, তারা ভোটে যেতে চায় না। ভোটের কথা বলে না, ভোট করতেও চায় না। কারণ, জনগণ তো তাদের ভোট দেবে না, সেটা তারা জানে। এ জন্য তারা নির্বাচনে আসার কথা বলে না, খালি চায় ক্ষমতা।’
জাহিদ মালেক আরও বলেন, ‘প্রতিজন মানুষকে ভ্যাকসিন দিতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অনেক ধনী দেশ করোনাভাইরাসের চিকিৎসা ও ভ্যাকসিন বিনা মূল্যে দেয়নি। বাংলাদেশে আমরা বিনা মূল্যে ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দিয়েছি।’
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌরসভা মেয়র রমজান আলী, আওয়ামী লীগের নেতা সুলতানুল আজম খান আপেল, সুদেব কুমার সাহা প্রমুখ।
এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নিজ উদ্যোগে চার হাজার কম্বল বিতরণ করেন। পরে সন্ধ্যার দিকে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে আমরা দেখেছি, তারা সার-বিদ্যুৎ লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের লোকজন বিদ্যুৎ পায়নি। আবার বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। আপনারা কেউ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই সবকিছু ঠিক রাখতে পুনরায় আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবেন।’—বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আয়োজনে পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে, তা তারা জানায় না। বিএনপি ক্ষমতায় গিয়ে কী মানুষ মারবে, মানুষদের না খাওয়ায়ে রাখবে, নাকি গ্রেনেড হামলা করে মানুষ মারবে, নাকি তারা মানুষজনদের ঘরবাড়ি বানিয়ে দেবে অথবা আরও ভাতার ব্যবস্থা করবে—এমন কিছু তো বলে না।’
বিএনপির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আসছে। তাই তারা রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, আগুন দেয়, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে। এতে মানুষসহ পুলিশ আহত হন। তারা বলে আমরা ক্ষমতায় যাব। বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে ধাক্কা মেরে তারা ক্ষমতায় যেতে চায়। কারণ, তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দল শুধু ক্ষমতায় যেতে চায়, তারা ভোটে যেতে চায় না। ভোটের কথা বলে না, ভোট করতেও চায় না। কারণ, জনগণ তো তাদের ভোট দেবে না, সেটা তারা জানে। এ জন্য তারা নির্বাচনে আসার কথা বলে না, খালি চায় ক্ষমতা।’
জাহিদ মালেক আরও বলেন, ‘প্রতিজন মানুষকে ভ্যাকসিন দিতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অনেক ধনী দেশ করোনাভাইরাসের চিকিৎসা ও ভ্যাকসিন বিনা মূল্যে দেয়নি। বাংলাদেশে আমরা বিনা মূল্যে ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দিয়েছি।’
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌরসভা মেয়র রমজান আলী, আওয়ামী লীগের নেতা সুলতানুল আজম খান আপেল, সুদেব কুমার সাহা প্রমুখ।
এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নিজ উদ্যোগে চার হাজার কম্বল বিতরণ করেন। পরে সন্ধ্যার দিকে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১৩ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
১৪ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
৩৬ মিনিট আগে