Ajker Patrika

হাতিরঝিলে প্রাইভেটকার ফুটপাতে, নারীর মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিলে প্রাইভেটকার ফুটপাতে, নারীর মৃত্যু নিয়ে রহস্য

রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এরপর ওই গাড়ি থেকে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

হাতিরঝিলের আমবাগান সড়কে ঘটা এ ঘটনায় চালকের আসনে বসা ঝিলিকের স্বামী সাদিক আলম অক্ষত রয়েছেন।

হাতিরঝিল থানার এসআই গোলাম কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলে আমবাগান সড়কে সাদিক আলমের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে ঝিলিক আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিলিককে উদ্ধারের সময় সাদিক আলম গাড়ির পাশেই দাঁড়ানো ছিলেন। তার বাম হাতের কিছু অংশ ঝলসে গেছে বলেও জানান গোলাম কুদ্দুস।

সাদিক আলম জানান, তাদের বাসা গুলশানে। তার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থবোধ করছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গাড়ির পেছনে বসা ছিলেন। কিন্তু হাতিরঝিলের রাস্তায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়ি ফুটপাতে উঠে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন কালচে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনার মতো কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়নি বলে ধারণা করছেন চিকিৎসকরা।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, গুলশান থানার মাধ্যমে দুই পরিবারকে হাতিরঝিল থানায় ডাকা হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কেও তদন্ত করবে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত