নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্মার্ট কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। উৎপাদন ব্যয় ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে ৩০-৪০ শতাংশ বেশি। এর জন্য কৃষি বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমানে ফসল সংগ্রহের পর ৪০-৪৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়, যা লজিস্টিক ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে। এই ক্ষতি কমাতে উন্নত পরিবহনব্যবস্থা গড়া প্রয়োজন। বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষিপদ্ধতি গ্রহণ প্রয়োজন।
ড. মো. মিজানুর রহমান আরও বলেন, কৃষিপণ্যের মূল্য সংযোজনের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ভর্তুকি অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘তিনটি সেক্টর বাংলাদেশের রূপান্তরে ভূমিকা রাখছে। সেগুলো হলো—গার্মেন্টস, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও কৃষি। তিনটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে কৃষি সেক্টর। খাদ্যনিরাপত্তার জন্য কৃষিকে উপেক্ষা করতে পারব না। অনেকে বলছেন, কৃষির গ্রোথ (বিকাশ) কম। গ্রোথ বাড়ানো যাবে। তবে আমাদের কোয়ালিটি গ্রোথ বাড়াতে হবে।’
দেশের অর্থনীতির বিষয়ে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘ছয় মাসের মধ্যে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে বের করে এনেছি। রুগ্ণ দশা কেটে গেছে। ভয় পাবেন না, আমরা আছি। কৃষি গবেষণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রান্তিক কৃষকের অবস্থা জানতে হবে। কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড। কৃষির উন্নয়নে আমাদের কাজ করতে হবে।’
কৃষি অর্থনীতি সমিতির সভাপতি আহসানুজ্জামান লিন্টু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলমসহ অনেকে।
স্মার্ট কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। উৎপাদন ব্যয় ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে ৩০-৪০ শতাংশ বেশি। এর জন্য কৃষি বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমানে ফসল সংগ্রহের পর ৪০-৪৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়, যা লজিস্টিক ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে। এই ক্ষতি কমাতে উন্নত পরিবহনব্যবস্থা গড়া প্রয়োজন। বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষিপদ্ধতি গ্রহণ প্রয়োজন।
ড. মো. মিজানুর রহমান আরও বলেন, কৃষিপণ্যের মূল্য সংযোজনের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ভর্তুকি অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘তিনটি সেক্টর বাংলাদেশের রূপান্তরে ভূমিকা রাখছে। সেগুলো হলো—গার্মেন্টস, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও কৃষি। তিনটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে কৃষি সেক্টর। খাদ্যনিরাপত্তার জন্য কৃষিকে উপেক্ষা করতে পারব না। অনেকে বলছেন, কৃষির গ্রোথ (বিকাশ) কম। গ্রোথ বাড়ানো যাবে। তবে আমাদের কোয়ালিটি গ্রোথ বাড়াতে হবে।’
দেশের অর্থনীতির বিষয়ে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘ছয় মাসের মধ্যে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে বের করে এনেছি। রুগ্ণ দশা কেটে গেছে। ভয় পাবেন না, আমরা আছি। কৃষি গবেষণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রান্তিক কৃষকের অবস্থা জানতে হবে। কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড। কৃষির উন্নয়নে আমাদের কাজ করতে হবে।’
কৃষি অর্থনীতি সমিতির সভাপতি আহসানুজ্জামান লিন্টু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলমসহ অনেকে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে