Ajker Patrika

মাতুয়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

ঢামেক প্রতিনিধি
মাতুয়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন মৃতের ভাতিজা মো. রুবেল হোসেন (৩২)। 

আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দিয়েছেন। 

মৃত আবুল কাশেমের ভাতিজা রুবেল জানান, তাঁর চাচা কারওয়ান বাজার এফডিসির গেট সংলগ্ন একটি চকলেট ফ্যাক্টরিতে কাজ করেন। আর সে কারওয়ান বাজারের মুদি দোকান চালান। কারখানাতেই থাকতেন চাচা আবুল কাশেম। এক মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। 

রুবেল আরও জানান, আজ দুপুরে তাঁর মোটরসাইকেলে চাচাকে নিয়ে জমি সংক্রান্ত কাজে গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। মাতুয়াইল এলাকায় আসলে পাশ দিয়ে যাওয়া একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে তাঁরা দুজন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হন তাঁর চাচা আবুল কাশেম। তখনই তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

যাত্রাবাড়ী থানার এসআই মো. শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাতুয়াইলের কন্টিনেন্টাল সিএনজি পাম্পের সামনে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। কোন বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত