নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলা নববর্ষবরণের সব প্রস্তুতি শেষ। তবে অন্যবারের হিসাবে এবার ১৫ মিনিট পিছিয়ে সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। ছায়ানটের আয়োজন শেষে শিল্পীরা যেন শোভাযাত্রায় অংশ নিতে পারে সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এ তথ্য দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।
এবারে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে, ‘আমরা তো তিমিরবিনাশী।’ নতুন বছরকে বরণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
ঢাবি উপাচার্য বলেন, ‘শোভাযাত্রার উপজীব্য হলো অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদ্যাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘আগামীকাল (রোববার) সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান থেকে এসে অনেকেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চান। এ কারণে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।’
এটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশুপার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মঙ্গল শোভাযাত্রায় এবার কোনো বাণিজ্যিক প্রচারণা চালানো যাবে না বলেও জানিয়েছেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা বৈশাখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শোভাযাত্রার ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেই বিষয়টিও দেখা হবে। ঢাবি ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। এ ছাড়া ইভ টিজিং প্রতিরোধে পুলিশ প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুত থাকবে।
পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাজানো ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান উপাচার্য।
এ ছাড়া মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করারও আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্যসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ রাখা হবে। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।
বাংলা নববর্ষবরণের সব প্রস্তুতি শেষ। তবে অন্যবারের হিসাবে এবার ১৫ মিনিট পিছিয়ে সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। ছায়ানটের আয়োজন শেষে শিল্পীরা যেন শোভাযাত্রায় অংশ নিতে পারে সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এ তথ্য দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।
এবারে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে, ‘আমরা তো তিমিরবিনাশী।’ নতুন বছরকে বরণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
ঢাবি উপাচার্য বলেন, ‘শোভাযাত্রার উপজীব্য হলো অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদ্যাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘আগামীকাল (রোববার) সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান থেকে এসে অনেকেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চান। এ কারণে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।’
এটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশুপার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মঙ্গল শোভাযাত্রায় এবার কোনো বাণিজ্যিক প্রচারণা চালানো যাবে না বলেও জানিয়েছেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা বৈশাখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শোভাযাত্রার ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেই বিষয়টিও দেখা হবে। ঢাবি ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। এ ছাড়া ইভ টিজিং প্রতিরোধে পুলিশ প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুত থাকবে।
পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাজানো ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান উপাচার্য।
এ ছাড়া মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করারও আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্যসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ রাখা হবে। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে