Ajker Patrika

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫: ৪০
শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে রাহিমা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহিমা খাতুন গজারিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার স্ত্রী। 

নিহতের ভাই আফাজ উদ্দিন বলেন, ‘আজ সকালে আমার বোন রান্নাঘরে যাওয়ার সময় আগে থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

নিহতের স্বামী মো. সুরুজ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলাম। বাড়ির উঠানে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। আমার স্ত্রী রান্নাঘরে যাওয়ার সময় ওই তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়। আমি কান্নাকাটির শব্দ পেয়ে বাড়িতে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ 

এ বিষয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন বলেন, বিদ্যুতায়িত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষে থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত