Ajker Patrika

হত্যা মামলায় নাসিক কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
হত্যা মামলায় নাসিক কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামি কাউন্সিলর শাহিন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহতের স্বজনেরা জানান, গত ৩ এপ্রিল বন্দরের রুপালি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মেরাজুলকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের স্বজনেরা। মৃত্যুর আগে স্বজনদের কাছে অপরাধীদের নাম বলে যান। তারই পরিপ্রেক্ষিতে নিহতের মা কাউন্সিলরকে প্রধান আসামি করে আরও ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। শাহিন সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, কাউন্সিলরের জামিন বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন কাউন্সিলর শাহিন। জামিনের মেয়াদ শেষে পুনরায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, কাউন্সিলর শাহিন বন্দরের মেরাজ হত্যা মামলার প্রধান আসামি। স্পর্শকাতর এ মামলায় আদালত আজ প্রধান আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত