নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাত সহস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ডাকাত দল অনেক দিন হলো ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় রাতে সাধারণ যানবাহন ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পায় র্যাব-৪।
গ্রেপ্তাররা হলেন-রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)।
গতকাল রোববার রাতে র্যাব-৪ এর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় সাভার থানার বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের একটি বৈঠকের সংবাদ পায় র্যাব-৪। তাৎক্ষণিকভাবে র্যাব-৪ এর একটি চৌকস দল ভোর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে এই কাজ করে আসছে।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ উন্নত মানের পাইপগান, দুটি দেশীয় পাইপ গান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বড় রামদা, তিনটি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাভার থানায় চারটি মামলা হয়েছে। তার মধ্যে দুটি পুলিশ বাদী। আর দুটির বাদী ভুক্তভোগীরা।
ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাত সহস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ডাকাত দল অনেক দিন হলো ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় রাতে সাধারণ যানবাহন ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পায় র্যাব-৪।
গ্রেপ্তাররা হলেন-রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)।
গতকাল রোববার রাতে র্যাব-৪ এর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় সাভার থানার বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের একটি বৈঠকের সংবাদ পায় র্যাব-৪। তাৎক্ষণিকভাবে র্যাব-৪ এর একটি চৌকস দল ভোর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে এই কাজ করে আসছে।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ উন্নত মানের পাইপগান, দুটি দেশীয় পাইপ গান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বড় রামদা, তিনটি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাভার থানায় চারটি মামলা হয়েছে। তার মধ্যে দুটি পুলিশ বাদী। আর দুটির বাদী ভুক্তভোগীরা।
কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন (১৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুবিধা বাস্তবায়নের দাবিতে আবারও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মবিরতি পালন করেন।
২৪ মিনিট আগেলক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শাহীন আক্তার নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেতিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ বি মায়ের দোয়ার আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে