Ajker Patrika

বেনজীরের সাভানা পার্ক থেকে ১০ দিনে আয় সাড়ে ৭ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৫: ০৪
বেনজীরের সাভানা পার্ক থেকে ১০ দিনে আয় সাড়ে ৭ লাখ টাকা

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর থেকে ১০ দিনে ৭ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা আয় হয়েছে।

এই অর্থ সরকারি কোষাগারে জমা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত তদারকি কমিটির সদস্যরা। গত ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ ও রাইড এবং অন্যান্য ফি, গাছের আম, ধান ও কাশবন বিক্রি করে এই অর্থ আয় হয়।

দুদকের গোপালগঞ্জের উপপরিচালক ও তদারকি কমিটির সদস্যসচিব মো. মশিউর রহমান আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ জুন থেকে রিসিভারদের ব্যবস্থাপনায় ও তদারকি কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক চালু করা হয়। চালুর দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ ফি, রাইড ফিসহ অন্যান্য খাতে আয় হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া পার্কের কাশবন বিক্রি করে ২০ হাজার টাকা, গাছের আম বিক্রি করে আয় হয়েছে ৪৮ হাজার ২১৬ টাকা এবং ধান বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭২০ টাকা। মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৩০ টাকা আয় হয়েছে ১০ দিনে। পার্ক পরিচালনায় ব্যয় হয়েছে ৬৯ হাজার ৪৩৭ টাকা। পার্কের নিট আয় ৬ লাখ ৮৭ হাজার ৪২৯ টাকা। আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় খোলা ব্যাংক হিসাবে জমা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত