নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুষ্কৃতকারীদের হাতে নিহত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার পর ঘটনাস্থল বনানীর ট্রাম্পস ক্লাবের কলাপসিবল গেটের পাশ থেকে একটি গুলির খোসা ও রক্তমাখা বালু জব্দ করে পুলিশ। আজ বুধবার সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে রফিকুল ইসলাম ট্রাইব্যুনালে এ কথা বলেন।
সোহেল চৌধুরী হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে রফিকুল ইসলাম ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেন। পরে তাঁকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। বিচারক মো. জাকির হোসেন সাক্ষ্য লিপিবদ্ধ করেন। পরে ২৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর আগে মামলার বাদী সোহেল চৌধুরীর বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দেন। ৪ সেপ্টেম্বর তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
রফিকুল ইসলাম তাঁর জবানবন্দিতে জানান, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরীকে যখন হত্যা করা হয় সে সময় তিনি ঘটনাস্থলের পাশের একটি অফিসে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। পরদিন ঘটনাস্থলে পুলিশ আসে। তারা ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও রক্তমাখা বালু উদ্ধার করে। সেখানে জব্দকৃত বস্তুর তালিকা প্রস্তুত করা হয়। ওই জব্দ তালিকায় রফিকুল ইসলামসহ অন্যান্যরা স্বাক্ষর করেন।
আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে রফিকুল ইসলাম জানান, রাতে যখন গোলাগুলি হয় তখন তিনি ঘটনাস্থলে ছিলেন না।
দীর্ঘদিন ধরে এই মামলার নথি গায়েব হয়ে ছিল। গত ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘নায়ক খুনের মামলা গুম’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। নথি খুঁজে বের করার দাবিতে রিট আবেদন হয়। পরে নথি পাওয়া যায়। মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু এই মামলার কেস ডকেট (সিডি) খুঁজে না পাওয়ায় কয়েক মাস অতিবাহিত হয়। শেষ পর্যন্ত কেস ডকেট ছাড়াই সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল।
এই মামলায় আসামি আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী জামিনে রয়েছেন। আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, সাজিদুল ইসলাম ও তারিক সাঈদ মামুন রয়েছেন কারাগার। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান পলাতক রয়েছেন।
১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এই হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
দুষ্কৃতকারীদের হাতে নিহত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার পর ঘটনাস্থল বনানীর ট্রাম্পস ক্লাবের কলাপসিবল গেটের পাশ থেকে একটি গুলির খোসা ও রক্তমাখা বালু জব্দ করে পুলিশ। আজ বুধবার সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে রফিকুল ইসলাম ট্রাইব্যুনালে এ কথা বলেন।
সোহেল চৌধুরী হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে রফিকুল ইসলাম ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেন। পরে তাঁকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। বিচারক মো. জাকির হোসেন সাক্ষ্য লিপিবদ্ধ করেন। পরে ২৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর আগে মামলার বাদী সোহেল চৌধুরীর বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দেন। ৪ সেপ্টেম্বর তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
রফিকুল ইসলাম তাঁর জবানবন্দিতে জানান, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরীকে যখন হত্যা করা হয় সে সময় তিনি ঘটনাস্থলের পাশের একটি অফিসে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। পরদিন ঘটনাস্থলে পুলিশ আসে। তারা ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও রক্তমাখা বালু উদ্ধার করে। সেখানে জব্দকৃত বস্তুর তালিকা প্রস্তুত করা হয়। ওই জব্দ তালিকায় রফিকুল ইসলামসহ অন্যান্যরা স্বাক্ষর করেন।
আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে রফিকুল ইসলাম জানান, রাতে যখন গোলাগুলি হয় তখন তিনি ঘটনাস্থলে ছিলেন না।
দীর্ঘদিন ধরে এই মামলার নথি গায়েব হয়ে ছিল। গত ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘নায়ক খুনের মামলা গুম’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। নথি খুঁজে বের করার দাবিতে রিট আবেদন হয়। পরে নথি পাওয়া যায়। মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু এই মামলার কেস ডকেট (সিডি) খুঁজে না পাওয়ায় কয়েক মাস অতিবাহিত হয়। শেষ পর্যন্ত কেস ডকেট ছাড়াই সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল।
এই মামলায় আসামি আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী জামিনে রয়েছেন। আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, সাজিদুল ইসলাম ও তারিক সাঈদ মামুন রয়েছেন কারাগার। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান পলাতক রয়েছেন।
১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এই হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে