Ajker Patrika

নারায়ণগঞ্জের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আইভী কোনো বিকল্প নেই: পরশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আইভী কোনো বিকল্প নেই: পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর কোনো বিকল্প নেই। আইভী গত ১০ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তাঘাট, অবকাঠামো, পুকুর জলাশয় সংরক্ষণ, পার্কসহ ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুলে মহানগর যুবলীগ আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। 

শেখ ফজলে শাসম পরশ বলেন, ‘ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জবাসীর সেবা করে আসছেন। ২০১১ সালের নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে জয়লাভ করেন।’ 

ফজলে শাসম পরশ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। ডাক্তার আইভীর বড় শক্তি হচ্ছে তাঁর ব্যক্তিগত ইমেজ ও ভাবমূর্তি। তৃণমূলের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কারণে ব্যক্তিগত একটি ভোট ব্যাংক রয়েছে। আইভী দুর্নীতির বিরুদ্ধে অকপটে কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশেন এবং যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে বলেই সিটিবাসির কাছে তিনি প্রিয়। তাঁর ব্যক্তিগত ভোট ব্যাংক নৌকা প্রতীকের প্রার্থীকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তুলেছে। 

ফজলে শাসম পরশ যোগ করেন, ‘আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে ডাক্তার আইভীর বিজয় সুনিশ্চিত হবে ইনশা আল্লাহ।’ 

পরশ বলেন, ভৌগোলিক কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে হালকা করে দেখার কোনো কারণ নেই। তাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে নৌকা পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার তাগিদ দেন। আওয়ামী লীগ ও যুবলীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে কাজ করে নৌকাকে বিজয়ী করার নির্দেশ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত