Ajker Patrika

শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৯: ১১
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ 

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। 

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের ২ সহস্রাধিক নেতা-কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।  

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই বাংলাদেশের সংবিধানে। আর এই সংবিধানকে বহাল রেখেই অন্তর্বর্তীকালীন সরকারক শপথ নিয়েছে যেটা অবৈধ।’ 

তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দলের সভাপতি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত