Ajker Patrika

খালেদা জিয়া ভালো আছেন: ব্যক্তিগত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া ভালো আছেন: ব্যক্তিগত চিকিৎসক

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ভালো আছেন এবং এখন পর্যন্ত তার মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি।

আজ সোমবার দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আজকের পত্রিকাকে এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ্, ম্যাডাম ভালো আছেন। এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তার সুস্থতার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন’।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, তার করোনার কোনো লক্ষণ নেই। তিনি ভালো আছেন। তার বাসার করোনা আক্রান্ত স্টাফরাও ভালো আছেন। বাসায় অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সব চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এরপরেও বাড়তি সতর্কতা হিসেবে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউসহ কেবিন প্রস্তুত রাখা হয়েছে। আজ বিকালে খালেদা জিয়াকে দেখতে যাবেন বলেও জানান তিনি।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার জ্বর, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো উপসর্গ নেই বলে ডাক্তাররা জানিয়েছেন।

গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলার একটি কক্ষে আছেন খালেদা জিয়া। দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সাথে অনলাইনে ভিডিওকলের মাধ্যমে আগের মতই যোগাযোগ করছেন তিনি।

জানা গেছে, এখন প্রতিদিন নিয়ম করে খালেদা জিয়াকে দেখতে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফএম সিদ্দিকী ও ডা. মামুন। আর লন্ডন থেকে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বড় ছেলের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এছাড়া ড্যাবের চিকিৎসকরাও নিয়মিত খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন।

উল্লেখ্য, গতকাল রোববার বিকালে খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত