Ajker Patrika

মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর: ২৬ জনকে আসামি করে মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৫, ১৬: ৫৫
তরুণীকে যুবকের মারধর। ছবি: ভিডিও থেকে
তরুণীকে যুবকের মারধর। ছবি: ভিডিও থেকে

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। আজ রোববার সকালে নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। যৌন নিপীড়ন, বেআইনি, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলাটি করা হয়।

এ মামলায় নেহাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দুপুরে নেহাল সদর থানায় আত্মসমর্পণ করেন। ওই দিন পুলিশ তাঁকে আটক দেখায়। নেহাল মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকার বাসিন্দা। মামলার বাদী হয়েছেন মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘শুক্রবার ১৯-২০ বছরের দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনার প্রেক্ষিতে শনিবার আমরা জিহাদকে (নেহাল আহমেদ) থানায় আসতে বলি। সে থানায় আসলে তাকে আটক করি।’

ওসি আরও বলেন, ‘ঘটনার মামলা করার জন্য ওই তরুণীদের থানায় আসতে বলা হয়, তাঁরা কেউ আসেনি। লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হয়, তারাও আসেনি। সব শেষ রোববার সকালে মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছে। মামলায় একজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করেছে। মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে। নেহাল আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ৯ মে শুক্রবার রাত ৮টার দিকে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করে। ওই সময় লঞ্চে ‘পিকনিকে’ আসা কয়েকজন তরুণ-তরুণীকে মারধর ও লঞ্চে ভাঙচুর করেন স্থানীয় লোকজন। পরে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত