Ajker Patrika

ডেঙ্গুর প্রকোপ একটু কমলেও আমরা তৃপ্তি প্রকাশ করছি না: মেয়র তাপস

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৮: ৩০
ডেঙ্গুর প্রকোপ একটু কমলেও আমরা তৃপ্তি প্রকাশ করছি না: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডে গত এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেই ওয়ার্ডগুলোকে লাল বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসী, এলাকার মুরব্বিসহ সবাইকে সম্পৃক্ত করে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আজ শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডে মশকনিধন অভিযানের সময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানিয়েছেন। 

মেয়র তাপস বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি, এখন দক্ষিণে ৭০ জনের মতো রোগী আছে—তারপরও আমরা তৃপ্তি প্রকাশ করছি না। আগে কন্ট্রোল রুমের মাধ্যমে ব্যাপক আকারে মশা নিধন কার্যক্রম পরিচালিত হতো। এখন রোগী কম, তারপরও বৃষ্টি যেহেতু শেষ হয়নি তাই আমরা বৃহৎ আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ 

মেয়র তাপস আরও বলেন, ‘আমাদের সঙ্গে মার্শাল এগ্রোভেট তাদের কোনো চুক্তির ব্যত্যয় করেনি। তবে ব্যত্যয় পেলে ব্যবস্থা নেব। এখন পর্যন্ত দক্ষিণ সিটির সঙ্গে তাদের চুক্তির কোনো ব্যত্যয় ঘটেনি। যদিও উত্তরে একটি ঘটনা ঘটেছে, দক্ষিণে মার্শাল নিয়ম মেনেই কাজ করছে।’ 

গত দুই সপ্তাহ পর্যালোচনা করে মোট চারটি ওয়ার্ডে (৫, ২২, ৫৩ ও ৬০) ১০ জনের বেশি রোগী পাওয়া গেছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ অন্য নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত