Ajker Patrika

আস্তানায় নিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ, গুরুতর আহত চা দোকানি 

আস্তানায় নিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ, গুরুতর আহত চা দোকানি 

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসীরা মাসুদ মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে রাস্তা থেকে তুলে নিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। 

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে শ্রীপুর পৌর শহরের ফালুমার্কেট এলাকার দক্ষিণ পাশে বটতলা জামাল ভান্ডারীর আস্তানায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুদ মিয়া শ্রীপুর পৌর শহরের লোহাগাছ গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি পৌর শহরের ফালুমার্কেটে একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালান। 

অভিযুক্তরা হলেন—লোহাগাছ আব্দুল কাদির (৩২), সাগর (১৭), জুয়েল (২০) ও রফিকুল (১৮), শাহিন। তারা সবাই পৌর শহরের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা রোবেল মিয়া বলেন, ‘লোহাগাছ গ্রামে একটি বটগাছের নিচে নিয়মিত আড্ডা দেয় মাদকসেবীরা। এ সময় চা দোকানি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে এনে বটগাছের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের সবার হাতে লোহার রড, চাপাতি ও লাঠি ছিল।’ 

রোবেল আরও বলেন, ‘চা দোকানি মাসুদকে কুপিয়ে ফেলে রাখার পরপরই ফালুমার্কেট এলাকায় একটি মোদী দোকানেও হামলা চালায় তারা।’ 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘ঘটনার পর থেকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এলাকায় মহড়া দিচ্ছে। এতে আতঙ্কিত রয়েছে এলাকা মানুষ।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাতীয় সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ ফোন পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এতে হামলাকারী দলের প্রধানসহ আব্দুল কাদিরসহ পাঁচজনের নাম উল্লেখসহ ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। 
 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত