Ajker Patrika

হাতিরঝিলে যুবদল কর্মী হত্যা: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহফুজুর রহমান বিপু। ছবি: র‍্যাব
মাহফুজুর রহমান বিপু। ছবি: র‍্যাব

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র‍্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, র‍্যাব-৩–এর একটি দল র‍্যাব-১০–এর সহযোগিতায় গতকাল শুক্রবার মধ্যরাতে ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে বিপুকে গ্রেপ্তার করে। রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, যার মধ্যে অস্ত্র আইনে ও হত্যা মামলা অন্তর্ভুক্ত।

গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল কর্মী মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে।

স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, বিপু সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহচর এবং তাঁর একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী রয়েছে। র‍্যাব জানিয়েছে, বিপুর গ্রেপ্তারের মাধ্যমে হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত