Ajker Patrika

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় রাফিন আহমেদ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের কসাইবাড়ী রেলগেট এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ওই কলেজশিক্ষার্থী উত্তরার মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার উত্তর মিয়াপাড়া গ্রামের সোহেল আহমেদের ছেলে। বর্তমানে দক্ষিণখান গাওয়াইর বাজারের স্কয়ার বিল্ডিংয়ে পরিবার পরিজনের সঙ্গে থাকতেন। 

এ বিষয়ে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘কসাইবাড়ী রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় রাফিন আহমেদ নামের এক কলেজশিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কামরুল হাসান বলেন, ‘ঘটনার সময় নিহত কলেজশিক্ষার্থীর স্বজনেরা তার সঙ্গেই ছিলেন। তাই তাদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার আবেদন করে। যার প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

কামরুল হাসান জানান, ট্রেনটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কমলাপুরের রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত