Ajker Patrika

সিরাজদিখানে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার খাদে, চালকসহ আহত ২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখানে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার খাদে, চালকসহ আহত ২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার খাদে পড়ে প্রাইভেটকারচালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত দুজন হলেন উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাকালদি গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. আজিজুল হক (৬৫) ও প্রাইভেটকারচালক ভোলার দৌলতখান উপজেলার জোয়াননগর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. সেলিম (৪২)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ সকাল ৭টার দিকে নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী সিরাজদিখান পরিবহনের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা প্রাইভেটকারের চালক ও এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ‘দুর্ঘটনাটি আমাদের কার্যালয়ের কাছেই ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত