Ajker Patrika

জাবি উপাচার্য প্যানেল নির্বাচনের ফলাফলে শীর্ষে আমির হোসেন 

জাবি প্রতিনিধি
জাবি উপাচার্য প্যানেল নির্বাচনের ফলাফলে শীর্ষে আমির হোসেন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট বছর পর অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচনে প্রথম হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির হোসেন। নির্বাচিত অন্য দুজন হলেন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম ও অধ্যাপক অজিত কুমার মজুমদার।

আওয়ামীপন্থী শিক্ষকদের তিনটি পক্ষ হতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া একজন প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেন। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ। 

এর আগে বিকেল ৪টায় সিনেটের বিশেষ অধিবেশন শুরু হয়, ভোটগ্রহণ শুরু হয় সন্ধ্যা ৬টায়। 

নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়েছেন সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন। ৪৬ ভোট পেয়ে সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম দ্বিতীয় এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর অধ্যাপক আমির হোসেন বলেন, ‘যদি রাষ্ট্রপতি আমাকে দায়িত্ব দেয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারলে একটা শিক্ষার্থীবান্ধব প্রশাসন গঠন করব। শিক্ষার মান উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব। আমি চাই না আমার শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে কষ্ট পাক, তাঁদের পড়াশোনায় কষ্ট হোক। তাঁদের সকল সমস্যা সমাধান করে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলব।’ 

এছাড়া অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান ২৩টি, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি ২০টি, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯টি, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা ১৫টি এবং অধ্যাপক তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন। অন্যদিকে অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। 

বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে, সিনেট মনোনীত এই তিনজনের প্যানেল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। 

এদিকে অধিবেশন চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সিনেটে অতিসত্বর ছাত্র প্রতিনিধি সংযুক্তির দাবি জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত