নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় রিমাল বইছে রাজধানীর ওপর দিয়ে। বৃষ্টির সঙ্গে তাই ঝোড়ো হাওয়া। তাতে বাঁধ সাধেনি সুর সাধনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলছে জোর কদমেই।
২৬ মে শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার সাজানো ছিল সংগীত ও নৃত্যের পসরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা। পরেই ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে দেশের প্রথিতযশা নৃত্য সংস্থা নৃত্যাঞ্চল।
নাচের পরে আসে সংগীত পরিবেশনের পালা। একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মণ্ডল। আবারও নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জমীম ও সাইফুল তানকার। এভাবে সংগীত ও নাচের ধারাবাহিক আয়োজনে বৃষ্টিস্নাত সন্ধ্যা হয়ে ওঠে মোহনীয়।
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী এই আয়োজন চলার কথা ২৯ মে পর্যন্ত। কিন্তু একাডেমি জানিয়েছে, দুই দিন বাড়িয়ে ১৬ তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
একাডেমি বলছে, এক সময় এই বাংলায় শাস্ত্রীয় সংগীতে অনেক অনুষ্ঠান হতো কিন্তু এখন তা কমে গেছে। এই দেশ শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্যের দেশ, শিল্প-সংস্কৃতির দেশ। এখানে শাস্ত্রীয়ের নেতৃত্বের ধারা দুর্বল হতে থাকবে তা হতে দেওয়া যায় না।
আজ সোমবার ছিল দ্বিতীয় দিনের পরিবেশনা। অনুষ্ঠানের শেষ দিকে একক ‘মণিপুরি’ নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন প্রান্তিক দেব। ধারাবাহিক পরিবেশনায় একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ সুচী। সবশেষে সমবেত ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে মুনমুন আহমেদ পরিচালিত রেওয়াজ পারফরম্যান্স স্কুল।
আগামীকাল মঙ্গলবার থাকছে সংগীত ও নৃত্য। শুরুতে সমবেত দলীয় সংগীত পরিবেশন করবে সরকারি সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম ‘ভরতনাট্যম’। এরপরে পালাক্রমে সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যাবে অনুষ্ঠান।
ঘূর্ণিঝড় রিমাল বইছে রাজধানীর ওপর দিয়ে। বৃষ্টির সঙ্গে তাই ঝোড়ো হাওয়া। তাতে বাঁধ সাধেনি সুর সাধনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলছে জোর কদমেই।
২৬ মে শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার সাজানো ছিল সংগীত ও নৃত্যের পসরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা। পরেই ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে দেশের প্রথিতযশা নৃত্য সংস্থা নৃত্যাঞ্চল।
নাচের পরে আসে সংগীত পরিবেশনের পালা। একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মণ্ডল। আবারও নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জমীম ও সাইফুল তানকার। এভাবে সংগীত ও নাচের ধারাবাহিক আয়োজনে বৃষ্টিস্নাত সন্ধ্যা হয়ে ওঠে মোহনীয়।
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী এই আয়োজন চলার কথা ২৯ মে পর্যন্ত। কিন্তু একাডেমি জানিয়েছে, দুই দিন বাড়িয়ে ১৬ তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
একাডেমি বলছে, এক সময় এই বাংলায় শাস্ত্রীয় সংগীতে অনেক অনুষ্ঠান হতো কিন্তু এখন তা কমে গেছে। এই দেশ শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্যের দেশ, শিল্প-সংস্কৃতির দেশ। এখানে শাস্ত্রীয়ের নেতৃত্বের ধারা দুর্বল হতে থাকবে তা হতে দেওয়া যায় না।
আজ সোমবার ছিল দ্বিতীয় দিনের পরিবেশনা। অনুষ্ঠানের শেষ দিকে একক ‘মণিপুরি’ নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন প্রান্তিক দেব। ধারাবাহিক পরিবেশনায় একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ সুচী। সবশেষে সমবেত ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে মুনমুন আহমেদ পরিচালিত রেওয়াজ পারফরম্যান্স স্কুল।
আগামীকাল মঙ্গলবার থাকছে সংগীত ও নৃত্য। শুরুতে সমবেত দলীয় সংগীত পরিবেশন করবে সরকারি সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম ‘ভরতনাট্যম’। এরপরে পালাক্রমে সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যাবে অনুষ্ঠান।
ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৯ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
১০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১৬ মিনিট আগে