Ajker Patrika

বৃষ্টিস্নাত সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টিস্নাত সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সুর

ঘূর্ণিঝড় রিমাল বইছে রাজধানীর ওপর দিয়ে। বৃষ্টির সঙ্গে তাই ঝোড়ো হাওয়া। তাতে বাঁধ সাধেনি সুর সাধনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলছে জোর কদমেই। 

২৬ মে শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার সাজানো ছিল সংগীত ও নৃত্যের পসরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা। পরেই ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে দেশের প্রথিতযশা নৃত্য সংস্থা নৃত্যাঞ্চল। 

নাচের পরে আসে সংগীত পরিবেশনের পালা। একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মণ্ডল। আবারও নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জমীম ও সাইফুল তানকার। এভাবে সংগীত ও নাচের ধারাবাহিক আয়োজনে বৃষ্টিস্নাত সন্ধ্যা হয়ে ওঠে মোহনীয়। 

শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী এই আয়োজন চলার কথা ২৯ মে পর্যন্ত। কিন্তু একাডেমি জানিয়েছে, দুই দিন বাড়িয়ে ১৬ তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলবে আগামী ৩১ মে পর্যন্ত। 

আজ সোমবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় সংগীত ও নৃত্যের পসরাএকাডেমি বলছে, এক সময় এই বাংলায় শাস্ত্রীয় সংগীতে অনেক অনুষ্ঠান হতো কিন্তু এখন তা কমে গেছে। এই দেশ শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্যের দেশ, শিল্প-সংস্কৃতির দেশ। এখানে শাস্ত্রীয়ের নেতৃত্বের ধারা দুর্বল হতে থাকবে তা হতে দেওয়া যায় না। 

আজ সোমবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় সংগীত ও নৃত্যের পসরাআজ সোমবার ছিল দ্বিতীয় দিনের পরিবেশনা। অনুষ্ঠানের শেষ দিকে একক ‘মণিপুরি’ নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন প্রান্তিক দেব। ধারাবাহিক পরিবেশনায় একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ সুচী। সবশেষে সমবেত ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে মুনমুন আহমেদ পরিচালিত রেওয়াজ পারফরম্যান্স স্কুল। 

আজ সোমবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় সংগীত ও নৃত্যের পসরাআগামীকাল মঙ্গলবার থাকছে সংগীত ও নৃত্য। শুরুতে সমবেত দলীয় সংগীত পরিবেশন করবে সরকারি সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম ‘ভরতনাট্যম’। এরপরে পালাক্রমে সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যাবে অনুষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত