Ajker Patrika

রাজধানীতে ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বকশীবাজারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে আবু তাহের (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আবু তাহেরের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কলতা গ্রামে। বর্তমানে বংশাল আলুবাজার এলাকায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। আবু তাহেরের সহকর্মী আব্দুল ওহাব জানান, তাঁরা দুই থেকে আড়াই বছর ধরে বকশি বাজার নবকুমার ইনস্টিটিউটের পেছনে একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। আজ ১১ তলা ভবনের ৯ তলাতে কাজ করার সময় লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন আবু তাহের। দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বকশি বাজার এলাকায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায় ওই ব্যক্তি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত