Ajker Patrika

সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে জলদি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে জলদি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে দেরি হয়েছে। তবে এই রহস্য উদ্ঘাটনে জলদি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আদালত র‍্যাবকে দায়িত্ব দিয়েছে। এটা নিয়ে র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি খুব শিগগিরই, খুব শিগগির বলতে ঘটনাটা কি ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো আমরা বের করতে পারব। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ 

নিজের নির্বাচনী এলাকায় ওই ঘটনা ঘটেছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও দৌড়ে গিয়েছিলাম। আমি মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। এটা আমি চেষ্টা করব, যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’ 

ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসায় ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়। 

প্রথমে থানা-পুলিশ আলোচিত এই হত্যা মামলার তদন্ত করলেও পরে সেই দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। দুই মাস অনুসন্ধান চালিয়ে ডিবি ব্যর্থ হলে তদন্তের ভার র‍্যাবকে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত