নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের সদস্য ও বিতর্কিতদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্রে এসব বিষয় জানানো হয়।
পরিপত্রে জানানো হয়, যদি কোনো ব্যক্তি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাকরিতে নিয়োজিত থাকেন অথবা অতীতে কোন সময় নিয়োজিত ছিলেন, তবে তাকে প্রিসাইডিং অফিসার অথবা সহকারী প্রিসাইডিং অফিসার অথবা পোলিং অফিসার নিয়োগ করা যাবে না। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পরও কাউকে এ ধরনের পাওয়া গেলে তার নিয়োগ বাতিল করতে হবে। তাছাড়া যে সকল কর্মকর্তা অথবা শিক্ষক, শিক্ষিকা বিতর্কিত অথবা যাদের সম্পর্কে সংশয়, মতবিরোধ রয়েছে, তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যাবে না। কোন রাজনৈতিক দলের সদস্যকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যাবে না। কোনো অবস্থাতেই চতুর্থ শ্রেণীর কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা যাবে না। মহিলা ভোটকেন্দ্রে যথাসম্ভব মহিলা সহকারি প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করতেও বলা হয়েছে পরিপত্রে।
নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী দাখিল: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। নিজ আয় হতে যে অর্থের সংস্থান করা হবে এবং আয়ের উৎস, নিজ আত্মীয়-স্বজনের নিকট হতে ঋণ গ্রহণ করা বা তাদের স্বেচ্ছায় প্রদত্ত দান বাবদ প্রাপ্য সম্ভাব্য অর্থ এবং তাদের আয়ের উৎস জানাতে হবে।
সম্ভাব্য ব্যয়ের উৎসসহ বিভিন্ন বিবরণী ও রিটার্ন জমা না দিলেই শাস্তি: নির্বাচনী এজেন্ট ব্যতীত অন্য কারও মাধ্যমে অর্থ খরচ করা, নির্বাচনী ব্যয়ের সীমা অতিক্রম বা কতিপয় নিষিদ্ধ কার্যক্রম’ গ্রহণ করলে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং অর্থ দণ্ডেও দণ্ডিত হতে পারে। অন্যদিকে নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে সম্ভাব্য উৎসের বিবরণী ও ব্যয়ের রিটার্ন দাখিল না করলে অথবা এ সংক্রান্ত বিধি-বিধান পরিপালন না করলে দুর্নীতিমূলক অপরাধ বলে গণ্য হবে এবং এর জন্য অন্যূন ২ বছর থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে।
সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ: মনোনয়ন দাখিলের আগে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা দেওয়া সংস্থার বিল পরিশোধ নিশ্চিত করতে হবে। মনোনয়ন বাছাইয়ের দিন এসব সংস্থার স্থানীয় দপ্তরের প্রতিনিধির দেওয়া তথ্য বিবেচনা করা হবে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের সদস্য ও বিতর্কিতদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্রে এসব বিষয় জানানো হয়।
পরিপত্রে জানানো হয়, যদি কোনো ব্যক্তি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাকরিতে নিয়োজিত থাকেন অথবা অতীতে কোন সময় নিয়োজিত ছিলেন, তবে তাকে প্রিসাইডিং অফিসার অথবা সহকারী প্রিসাইডিং অফিসার অথবা পোলিং অফিসার নিয়োগ করা যাবে না। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পরও কাউকে এ ধরনের পাওয়া গেলে তার নিয়োগ বাতিল করতে হবে। তাছাড়া যে সকল কর্মকর্তা অথবা শিক্ষক, শিক্ষিকা বিতর্কিত অথবা যাদের সম্পর্কে সংশয়, মতবিরোধ রয়েছে, তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যাবে না। কোন রাজনৈতিক দলের সদস্যকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যাবে না। কোনো অবস্থাতেই চতুর্থ শ্রেণীর কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা যাবে না। মহিলা ভোটকেন্দ্রে যথাসম্ভব মহিলা সহকারি প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করতেও বলা হয়েছে পরিপত্রে।
নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী দাখিল: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। নিজ আয় হতে যে অর্থের সংস্থান করা হবে এবং আয়ের উৎস, নিজ আত্মীয়-স্বজনের নিকট হতে ঋণ গ্রহণ করা বা তাদের স্বেচ্ছায় প্রদত্ত দান বাবদ প্রাপ্য সম্ভাব্য অর্থ এবং তাদের আয়ের উৎস জানাতে হবে।
সম্ভাব্য ব্যয়ের উৎসসহ বিভিন্ন বিবরণী ও রিটার্ন জমা না দিলেই শাস্তি: নির্বাচনী এজেন্ট ব্যতীত অন্য কারও মাধ্যমে অর্থ খরচ করা, নির্বাচনী ব্যয়ের সীমা অতিক্রম বা কতিপয় নিষিদ্ধ কার্যক্রম’ গ্রহণ করলে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং অর্থ দণ্ডেও দণ্ডিত হতে পারে। অন্যদিকে নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে সম্ভাব্য উৎসের বিবরণী ও ব্যয়ের রিটার্ন দাখিল না করলে অথবা এ সংক্রান্ত বিধি-বিধান পরিপালন না করলে দুর্নীতিমূলক অপরাধ বলে গণ্য হবে এবং এর জন্য অন্যূন ২ বছর থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে।
সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ: মনোনয়ন দাখিলের আগে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা দেওয়া সংস্থার বিল পরিশোধ নিশ্চিত করতে হবে। মনোনয়ন বাছাইয়ের দিন এসব সংস্থার স্থানীয় দপ্তরের প্রতিনিধির দেওয়া তথ্য বিবেচনা করা হবে।
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
৩১ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
৩৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে