নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।
পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’
বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’
বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।
পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’
বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’
বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে