Ajker Patrika

মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে বংশাই নদীতে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্র। শনিবার সকালে হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে বংশাই নদীতে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্র। শনিবার সকালে হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে বংশাই নদীতে নিখোঁজ হয়েছে নাজিম সিকদার নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাঁটুভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাজিম উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নাজিমসহ কয়েকজন কিশোর স্যালো ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে তারা হাঁটুভাঙ্গা ব্রিজের পূর্ব পাশ থেকে বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকার ছাদে সাউন্ডবক্সে গান বাজিয়ে তারা নাচতে থাকে। নাচতে নাচতে নৌকা ব্রিজ অতিক্রম করে কিছুটা পশ্চিমে পৌঁছালে নাজিম ছাদ থেকে নদীতে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

বংশাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, ‘নাজিমের নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য অভিভাবক ও কিশোর-তরুণদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।’

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, সকাল সাড়ে ৮টা থেকে প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজি করেও নাজিমকে পাওয়া যায়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত