Ajker Patrika

কিশোরগঞ্জে পার্কে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫: ৫৮
কিশোরগঞ্জে পার্কে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার ভোরে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।।

গ্রেপ্তার কাউছার উদ্দিন (২৩) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গোয়ালবাড়ী এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, কলেজে যাতায়াতের পথে আসামি কাউছার উদ্দিনের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী ছাত্রীর। গত ২ জানুয়ারি কাউছার ওই কলেজছাত্রীকে নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নেহাল গ্রিন পার্কে ঘুরতে যান। ওই দিন বিকেল ৪টার দিকে পার্কের ভেতর একটি পরিত্যক্ত অন্ধকার ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করেন কাউছার।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী গত ১০ জানুয়ারি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ঘটনার পর আত্মগোপনে চলে যায় কাউছার। পরে র‍্যাব অভিযান চালিয়ে গতকাল বিকেলে কাউছারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কাউছারকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত