ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের জোরে কথা বলা, নাশতা খাওয়া এবং ফোনে কথা বলা নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী।
অভিযোগকারী মতিউর রহমান সরকার দুখু ঢাবির দর্শন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বরাবর অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে দুখু উল্লেখ করেছেন, ‘১৩ আগস্ট ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ কোর্স নম্বরের পরীক্ষা কলাভবনের পঞ্চম তলায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি, পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সামনে বসা শিক্ষকেরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।’
দুখু আরও উল্লেখ করেন, ‘কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চ স্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা যাবৎ তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চ স্বরে মোবাইলে কথা বলেন।’
পরীক্ষা চলাকালে শিক্ষকদের নাশতা খাওয়া ও উচ্চ স্বরে হাসাহাসি করার কারণে পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়—বলে অভিযোগ করেন দুখু।
দুখুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষকদের কথাবার্তার কারণে তাঁর বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেদিনের পরীক্ষা ভালো হয়নি বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি। পরে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি এবং এ বিষয়ে শিক্ষকদের সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের জোরে কথা বলা, নাশতা খাওয়া এবং ফোনে কথা বলা নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী।
অভিযোগকারী মতিউর রহমান সরকার দুখু ঢাবির দর্শন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বরাবর অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে দুখু উল্লেখ করেছেন, ‘১৩ আগস্ট ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ কোর্স নম্বরের পরীক্ষা কলাভবনের পঞ্চম তলায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি, পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সামনে বসা শিক্ষকেরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।’
দুখু আরও উল্লেখ করেন, ‘কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চ স্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা যাবৎ তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চ স্বরে মোবাইলে কথা বলেন।’
পরীক্ষা চলাকালে শিক্ষকদের নাশতা খাওয়া ও উচ্চ স্বরে হাসাহাসি করার কারণে পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়—বলে অভিযোগ করেন দুখু।
দুখুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষকদের কথাবার্তার কারণে তাঁর বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেদিনের পরীক্ষা ভালো হয়নি বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি। পরে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি এবং এ বিষয়ে শিক্ষকদের সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছি।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে অপসারণ করা হয়েছে। ওই পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১২ মিনিট আগেমেহেরপুর-কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া-মধুখালী গ্রামে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি তিন বছর পরও চালু হয়নি। রাস্তা না হওয়ার কারণে কয়েক লাখ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন, যেন ব্রিজটি চলাচলের উপযোগী হয় এবং তাদের জীবনযাত্রা
২২ মিনিট আগেকর্ণফুলী নদীতে নাব্যতা সংকটের কারণে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
২ ঘণ্টা আগেরবিকুল ইসলামের জীবনের গল্পটা সংগ্রামের, কিন্তু আজ তা বদলে গেছে আত্মবিশ্বাস আর পরিশ্রমের এক অনন্য উদাহরণে। ত্রিশ বছর আগে জীবিকা নির্বাহ করতেন ভাঙারি কেনাবেচা করে। এরপর সিলভারের আসবাব ফেরি করেছেন বাড়ি বাড়ি। করেছেন কিস্তিতে মোবাইল বিক্রির ব্যবসাও। কিন্তু চোখ রেখেছিলেন আরও স্থায়ী ও লাভজনক কিছুতে।
২ ঘণ্টা আগে