কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মিয়া দক্ষিণ সালুয়া গ্রামের ভ্যানচালক নূরুল ইসলামের ছোট ছেলে। ইয়াসিন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইয়াসিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার নূর ইসলাম নিজের ঘরের ওপর থেকে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করবেন বলে গাছের নিচ দিয়ে টেনে নেওয়া সেচ পাম্পের বৈদ্যুতিক তার খুলে সরিয়ে নিতে বলেন স্থানীয় কালাচাঁন মুন্সিকে। কিন্তু তার পুরোপুরি না সরিয়ে নূর ইসলামের ঘরের সামনে শজনে গাছে পেঁচিয়ে রাখেন কালাচাঁন। ওই তার থেকে আজ দুপুরে ইয়াসিন বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ইয়াসিনের বাবা নূর ইসলাম বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে কালাচাঁন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ঘরের সামনের শজনে গাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখে। এর থেকে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে ইয়াসিন মারা গেছে। ছেলে হত্যার বিচার চাই।’
ঘটনার পর থেকে কালাচাঁন মুন্সি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মিয়া দক্ষিণ সালুয়া গ্রামের ভ্যানচালক নূরুল ইসলামের ছোট ছেলে। ইয়াসিন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইয়াসিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার নূর ইসলাম নিজের ঘরের ওপর থেকে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করবেন বলে গাছের নিচ দিয়ে টেনে নেওয়া সেচ পাম্পের বৈদ্যুতিক তার খুলে সরিয়ে নিতে বলেন স্থানীয় কালাচাঁন মুন্সিকে। কিন্তু তার পুরোপুরি না সরিয়ে নূর ইসলামের ঘরের সামনে শজনে গাছে পেঁচিয়ে রাখেন কালাচাঁন। ওই তার থেকে আজ দুপুরে ইয়াসিন বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ইয়াসিনের বাবা নূর ইসলাম বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে কালাচাঁন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ঘরের সামনের শজনে গাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখে। এর থেকে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে ইয়াসিন মারা গেছে। ছেলে হত্যার বিচার চাই।’
ঘটনার পর থেকে কালাচাঁন মুন্সি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪০ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে