Ajker Patrika

কীটনাশক পানে স্বামীর মৃত্যু স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
কীটনাশক পানে স্বামীর মৃত্যু স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব তালুকদারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্ত্রী লাইজু আক্তার। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মাঝে দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তাঁর স্ত্রীও পান করেন। পরে প্রতিবেশীরা ব্যাপারটা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব তালুকদারের মৃত্যু হয়। প্রাণে বেঁচে গেলেও স্ত্রী লাইজু আক্তারের অবস্থা আশঙ্কাজনক। 

এ ব্যাপারে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে তারা বিষ পান করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত