নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় দিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬২৫টি রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের ১০টি বেঞ্চে ২০১৬ থেকে ২০১৯ সালের এসব রুল নিষ্পত্তি করা হয়। এর আগে বুধবার ১১টি বেঞ্চে এ রকম ৩ হাজার ৫১৪টি রুল নিষ্পত্তি করা হয়েছিল। সম্প্রতি পুরোনো জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দায়িত্ব দেওয়া হয় ১২টি বেঞ্চকে।
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ থেকে ১৪৯, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ থেকে ২৮০, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ থেকে ১৪৮, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ থেকে ৬০৪, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ থেকে ৪৭৮টি রুল নিষ্পত্তি হয়।
বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ থেকে ৩০০, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ থেকে ১১০, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ থেকে ১৯৫ এবং বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ থেকে ৩৫৬টি রুল নিষ্পত্তি হয়। আর সবচেয়ে বেশি নিষ্পত্তি হয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ থেকে। এই বেঞ্চে নিষ্পত্তি হয় ১ হাজার ৫টি রুল। এর আগের দিন এই বেঞ্চ থেকে ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করা হয়।
যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং যারা নির্দিষ্ট সময় পর পর জামিনের মেয়াদ বাড়িয়েছেন এমন রুলগুলো যথাযথ ঘোষণা করা হচ্ছে। আর যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করছেন হাইকোর্ট। নিষ্পত্তির আগে সকল মামলার ফাইল পরীক্ষা করে দেখছেন আদালত।
দ্বিতীয় দিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬২৫টি রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের ১০টি বেঞ্চে ২০১৬ থেকে ২০১৯ সালের এসব রুল নিষ্পত্তি করা হয়। এর আগে বুধবার ১১টি বেঞ্চে এ রকম ৩ হাজার ৫১৪টি রুল নিষ্পত্তি করা হয়েছিল। সম্প্রতি পুরোনো জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দায়িত্ব দেওয়া হয় ১২টি বেঞ্চকে।
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ থেকে ১৪৯, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ থেকে ২৮০, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ থেকে ১৪৮, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ থেকে ৬০৪, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ থেকে ৪৭৮টি রুল নিষ্পত্তি হয়।
বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ থেকে ৩০০, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ থেকে ১১০, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ থেকে ১৯৫ এবং বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ থেকে ৩৫৬টি রুল নিষ্পত্তি হয়। আর সবচেয়ে বেশি নিষ্পত্তি হয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ থেকে। এই বেঞ্চে নিষ্পত্তি হয় ১ হাজার ৫টি রুল। এর আগের দিন এই বেঞ্চ থেকে ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করা হয়।
যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং যারা নির্দিষ্ট সময় পর পর জামিনের মেয়াদ বাড়িয়েছেন এমন রুলগুলো যথাযথ ঘোষণা করা হচ্ছে। আর যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করছেন হাইকোর্ট। নিষ্পত্তির আগে সকল মামলার ফাইল পরীক্ষা করে দেখছেন আদালত।
সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
১০ মিনিট আগেযশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তিকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক
২০ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের এজাহার ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও মামলার কাগজে তার প্রতিফলন নেই। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ‘পুলিশ ইচ্ছে করেই মনগড়া তথ্য যুক্ত করে মামলা সাজিয়েছে, যাতে প্রকৃত দায়ীদের আড়াল করা যায়।’
৩৮ মিনিট আগেসিলেট মহানগর আমির আরও বলেন, দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই জামায়াত নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে—এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাই পেয়েছে।
৩৯ মিনিট আগে