Ajker Patrika

একদিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬০০ রুল নিষ্পত্তি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬০০ রুল নিষ্পত্তি  

দ্বিতীয় দিনে জামিন সংক্রান্ত ৩ হাজার ৬২৫টি রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের ১০টি বেঞ্চে ২০১৬ থেকে ২০১৯ সালের এসব রুল নিষ্পত্তি করা হয়। এর আগে বুধবার ১১টি বেঞ্চে এ রকম ৩ হাজার ৫১৪টি রুল নিষ্পত্তি করা হয়েছিল। সম্প্রতি পুরোনো জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দায়িত্ব দেওয়া হয় ১২টি বেঞ্চকে।
 
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ থেকে ১৪৯, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ থেকে ২৮০, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ থেকে ১৪৮, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ থেকে ৬০৪, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ থেকে ৪৭৮টি রুল নিষ্পত্তি হয়।
 
বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ থেকে ৩০০, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ থেকে ১১০, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ থেকে ১৯৫ এবং বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ থেকে ৩৫৬টি রুল নিষ্পত্তি হয়। আর সবচেয়ে বেশি নিষ্পত্তি হয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ থেকে। এই বেঞ্চে নিষ্পত্তি হয় ১ হাজার ৫টি রুল। এর আগের দিন এই বেঞ্চ থেকে ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করা হয়।
 
যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং যারা নির্দিষ্ট সময় পর পর জামিনের মেয়াদ বাড়িয়েছেন এমন রুলগুলো যথাযথ ঘোষণা করা হচ্ছে। আর যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করছেন হাইকোর্ট। নিষ্পত্তির আগে সকল মামলার ফাইল পরীক্ষা করে দেখছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত