Ajker Patrika

গাছ কাটার প্রতিবাদ: পুলিশের বাধায় আটকে গেছে নগর ভবন ঘেরাও কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ মে ২০২৩, ১৪: ২৯
গাছ কাটার প্রতিবাদ: পুলিশের বাধায় আটকে গেছে নগর ভবন ঘেরাও কর্মসূচি 

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে গাছ বাণিজ্য ও গাছ কাটা বন্ধসহ পাঁচ দফা দাবিতে নগর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে পরিবেশবাদীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে একত্রিত হয়ে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন ঘেরাও করতে যান তাঁরা। বঙ্গবাজার মোড় পর্যন্ত গেলে তাঁদের ‘নগরভবন ঘেরাও কর্মসূচি’ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। ঘেরাও কর্মসূচিতে বাধা পেয়ে সেখানেই আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

পরিবেশবাদীদের দাবিগুলো হলো সাতমসজিদ সড়কের গাছ কাটা বন্ধ করতে হবে। এরপর কেটে ফেলা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার ‘উন্নতমানের দ্রুত বর্ধনশীল’ গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করতে হবে। বৃক্ষ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে নগরের গাছ ও সবুজ বলয় সুরক্ষা করতে হবে। ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে। নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে।

ব্যারিকেডে আটকে থাকা আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা নগর ভবনে যেতে চাই। কেন আমাদের এখানে আটকে রেখেছেন। আমাদের মেয়রের সঙ্গে দেখা করতে দিন। মেয়রকে এখানে আসতে বলেন।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বঙ্গবাজার মোড়েই অবস্থান করছেন আন্দোলনকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত