Ajker Patrika

নাঈমুর রহমান দুর্জয় ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৪: ২৬
নাঈমুর রহমান দুর্জয় ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার পরিচালক মো. আবুল হাসনাত। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, দুর্জয় ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন এবং আদেশের অনুলিপি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধভাবে আরিচা নৌ-টার্মিনালের কাছে বিআইডব্লিউটিএর জমি দখল করে আত্মসাতের অভিযোগ ওঠে। এছাড়া আত্মীয়-স্বজনের নামে সিন্ডিকেট তৈরি করে নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এছাড়া মানিকগঞ্জের বৈকন্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জে ১২ বিঘা জমি, মানিকগঞ্জ শহরে এক তলা বাড়ি, বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগসহ দুর্জয়ের নামে কোটি কোটি টাকার সম্পদ, তিন কোটি টাকা মূল্যের একাধিক গাড়ি, দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদকের গোয়েন্দা দল।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর অনুসন্ধাদের সিদ্ধান্ত নেয় দুদক। গত ২৬ সেপ্টেম্বর দুর্জয়ের ব্যাংক হিসাবও তলব করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত