Ajker Patrika

পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে ‘সাইলেন্ট সাফারিং’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২২: ৪২
পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে ‘সাইলেন্ট সাফারিং’

পরিবেশ নিয়েই মানুষ। পরিবেশ সুস্থ, মানুষ সুস্থ। তবে বর্তমান সময়ে পরিবেশ সুস্থ নেই। দিন দিন দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সবক্ষেত্রে। আর এই পরিবেশ দূষণের ভয়াবহ মাত্রা রং ও তুলিতে তুলে ধরেছেন চিত্রশিল্পী তামিরা খান। আর তার প্রদর্শনীর নাম ‘সাইলেন্ট সাফারিং’। 

আজ রোববার রাজধানীর মাইডাস সেন্টারের ইএমকে সেন্টারে শুরু হয়েছে তামিরা খানের পরিবেশ নিয়ে একক চিত্র প্রদর্শনী। চলবে ১২ আগস্ট পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮ পর্যন্ত। 

বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য। 

রফিকুন নবী বলেন, এই প্রদর্শনীর চিত্রগুলো বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তার জনপ্রিয় একটি সিরিজে তিনিও এমন মাস্ক নিয়ে কাজ করেছেন। 

প্রদর্শনীর নাম ‘সাইলেন্ট সাফারিং’।ছবি: আজকের পত্রিকারফিকুন নবী বলেন, চিত্রে অনেক রঙের ব্যবহার করা হয়েছে। এতে আরও বাস্তবিক হয়েছে বিষগুলো। 

৩০টির অধিক চিত্রকর্মের মাধ্যমে ‘সাইলেন্ট সাফারিং’ মানুষকে পরিবেশ দূষণের ভয়াবহতার মুখোমুখি করবে। 

তামিরা খান আজকের পত্রিকাকে বলেন, মানুষ নিজেকে এই পৃথিবীর অধীশ্বর ভেবে প্রাকৃতিক পরিবেশের দখল নিয়ে নিয়েছে, যা পরিবেশকে
দিন শেষে দূষণ এবং ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারেনি। 

অনুষ্ঠানে ছিলেন রফিকুন নবি ও শিশির ভট্টাচার্য।তামিরা বলেন, ‘আমি ঢাকা শহরে বসবাস করি, যেটি কিনা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। তীব্র দূষণের ভেতর দিয়ে অতিবাহিত করা তার প্রতিদিনকার অভিজ্ঞতাগুলোকে, আমার ভাবনাগুলোকে আমি আমার ক্যানভাসে রং-তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার মূল লক্ষ্য মানুষের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশের প্রতি আমাদের সামষ্টিক অন্যায়ের সংশোধন করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত