Ajker Patrika

হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের ওপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও তা নিষ্পত্তি হয়নি।’ এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সেই যুগ এবং হেলমেট বাহিনীর কর্মকাণ্ডের অবসান ঘটেছে।’

সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা তো সেবা করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা কেন করব? শুধু সাংবাদিক নয়, কোনো মানুষকেই পুলিশ নির্যাতন করতে বা হামলা করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমার পুলিশ সদস্যদের শৃঙ্খলা থাকতে হবে। অপেশাদার আচরণ বা খারাপ আচরণের কোনো সুযোগ নেই। যদি এমন কোনো ঘটনা ঘটে, তবে তা নজরে আনুন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

ডিএমপি কমিশনার ঢাকাবাসীর কাছে জুলাই-আগস্টের সময়কালের ধ্বংসযজ্ঞ ও নানা ক্ষতিকর কার্যাবলির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের সদস্য হিসেবে আমরা ঢাকাবাসীকে নতুন করে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষ উদ্‌যাপনে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে সাজ্জাত আলী বলেন, ‘এসব দিন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন হবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

এ ছাড়া ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দীপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত